চলমান প্রকল্পঃ
১) জামালপুর জেলার সদর উপজেলাধীন জামালপুর শহর সংরক্ষণ প্রকল্পের অন্তর্ভুক্ত তীর সংরক্ষণ কাজের ডাম্পিং জোন শক্তিশালীকরণ প্রকল্প। বাস্তবায়নকাল: ফেব্রুয়ারী'২০১৬ হতে জুন'২০১৮ পর্যন্ত। প্রকল্প ব্যয়- ২১৭৪.১৮ লক্ষ টাকা।
অনুমোদিত প্রকল্পঃ
১) “জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অবস্থিত কুলকান্দি ও গুঠাইল হার্ডপয়েন্টের মধ্যবর্তী বেলগাছা এলাকাটি যমুনা নদীর ভাঙন হতে রক্ষা” শীর্ষক প্রকল্পটি গত ০৯/০৮/২০১৭খ্রিঃ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্প ব্যয়- ৩৮৪০৪.০৬ লক্ষ টাকা।
২) “জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন যমুনা নদীর বাম তীর সংরক্ষণের মাধ্যমে ভূয়াপুর-তারাকান্দি সড়ক রক্ষা” শীর্ষক প্রকল্পটি গত ০৯/০৮/২০১৭ খ্রিঃ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্প ব্যয়- ২০৩৭০.২০ লক্ষ টাকা।
৩) জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বামতীর রক্ষাকল্পে হারগিলা নামকস্থানে পরীক্ষামূলক ক্রসড্যাম নির্মাণ প্রকল্প। প্রকল্প ব্যয়- ৩৫৪৮.৯১ লক্ষ টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS