সমাপ্ত প্রকল্পঃ
১) জামালপুর শহর রক্ষা বাঁধ প্রকল্প (স্টীফ-২ প্রকল্পের আওতায় বাস্তবায়িত)। প্রকল্প ব্যয় ৫১২১.১৯ লক্ষ টাকা।
২) জামালপুর জেলার সদর উপজেলাধীন হামিদপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীরে অবস্থিত জামালপুর ময়মনসিংহ রোড ও হামিদপুর বাজার প্রতিরক্ষা কাজ। প্রকল্প ব্যয় ২৭৩.১০ লক্ষ টাকা।
৩) ওয়ামিপ প্রকল্পের আওতায় জামালপুর জেলার সদর উপজেলাধীন রৌহাবকছড়ি পুনর্বাসন প্রকল্প। প্রকল্প ব্যয় ২৭৬.৩০ লক্ষ টাকা।
৪) ওয়ামিপ প্রকল্পের আওতায় সরিষাবাড়ী উপজেলাধীন কাওয়ামারা নামক স্থানে যমুনা নদীর বামতীর রক্ষা প্রকল্প। প্রকল্প ব্যয় ৩৫৯.০০ লক্ষ টাকা।
৫) ওয়াপিম প্রকল্পের আওতায় কাটাখালী খাল প্রকল্পের পুনর্বাসন প্রকল্প। প্রকল্প ব্যয় ১৪১.৬৪ লক্ষ টাকা।
৬) জলবায়ু ট্রাস্ট ফান্ড (CCTF) এর আওতায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ নদ এবং অন্যান্য নদীর ভাঙ্গন হইতে রক্ষাকল্পে নদীতীর সংরক্ষণ প্রকল্প। প্রকল্প ব্যয় ৪৮৭.৩৫ লক্ষ টাকা।
৭) যমুনা নদীর বাম তীরের ভাঙ্গন হতে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট হতে ফুটানী বাজার পর্যন্ত ও সরিষাবাড়ী উপজেলাধীন পিংনা বাজার এলাকা এবং ইসলামপুর উপজেলার হরিণধরা হতে হাড়গিলা পর্যন্ত তীর সংরক্ষন প্রকল্প। বাস্তবায়িত সংরক্ষণমূলক কাজের মোট দৈর্ঘ্য- ১৬.৫৫ কিঃমিঃ। তন্মধ্যে, দেওয়ানগঞ্জ উপজেলা- ৩.৫০ কিঃমিঃ, ইসলামপুর উপজেলায়- ১০.৮০ কিঃমিঃ এবং সরিষাবাড়ী উপজেলায়- ২.২৫ কিঃমিঃ। প্রকল্প ব্যয় ৪৫৫৮৮.৫০ লক্ষ টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS