ভাঙ্গন কবলিত এলকার জনগণ নির্বাহী প্রকৌশলী, জামালপুর বাপাউব বিভাগ, বাপাউবো জামালপুর বরাবরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় মাননীয় সংসদ সদস্যের সুপুরিশ সম্বলিত আবেদনপত্র দাখিল করবেন। নির্বাহী প্রকৌশলী কর্তৃক সম্ভাব্যতা যাচাই পূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প গ্রহন, অনুমোদন প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ ইত্যাদির জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করিলাম।
সমূদয় অনুষ্ঠানিকতা সমপ্ন করার পর প্রয়োজনীয় অর্থ পাওয়া গেলে কাজটি বাস্তবায়ন করা হবে।
:: নদীর ভাংগন হইতে শহর, বন্দর, গুরুত্বপূর্ণ স্থাপনা, আবাদী জমি-জমা রক্ষা করা।
:: জলবদ্ধতা দূরীকরণ।
:: সেচ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের খাদ্য উতপাদন বৃদ্ধি কর।
:: সম্পুরক সেচ প্রদান করা।
:: বন্যার কবল থেকে দেশ কে রক্ষা করা।
:: সীমান্ত সংলগ্ন এলাকা নদী ভাঙ্গনের কবল হইতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।
:: রেগুলেটর নির্মানের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রন ও সেচ সুবিধা বৃদ্ধি করা।
:: জলাবদ্ধতা দূরীকরন।
:: সেচ সুবিধা নিশ্চিত করন।
:: ব্ন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান সহ পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট অন্যান্য সেবা পেতে একই
প্রক্রিয়া প্রযোজ্য হইবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS